

আবুল হোসেন বাবলুঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে এতে একটি পেট্রোল পাম্প প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
মঙ্গলবার (২২ জুলাই) মিঠাপুকুর উপজেলা প্রশাসন ও বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের সমন্বয়ে রংপুরের মিঠাপুকুর এলাকায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।
বিএসটিআই বিভাগীয় অফিস এর অফিস প্রধান উপপরিচালক (পদার্থ) প্রকৌশলী মুবিন-উল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্ভুক্ত জায়গীর হাট এলাকার মেসার্স সঞ্চিতা ফিলিং স্টেশন পেট্রোল পাম্প প্রতিষ্ঠানকে প্রতি ১০ লিটার ডিজেলে ১৩০ মি: লি: কম দেয়ার অপরাধে “ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮” এর ২৯/৪৬ ধারায় ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে বিএসটিআই ও উপজেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট।
মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর অফিসের
ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মোঃ জামিনুর রহমান ও পরিদর্শক (মেট্রোলজি) আহসান হাবীব। ###