

আশিকুল ইসলাম বেলকুচি (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় খাদ্যবান্ধব নীতিমালা ২০২৪ ডিলার নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত লাটারী অনুষ্ঠিত হয়েছে।
(২২ জুলাই মঙ্গলবার) উপজেলা খাদ্য অধিদপ্তর এর আয়োজনে বেলকুচি উপজেলা পরিষদ এ-র অডিটোরিয়ামে উন্মুক্ত লটারিতে ৬টি ইউনিয়নে মোট ৯৯ জন আবেদন করেন।
বিভিন্ন কাগজপত্র জটিলতা থাকার কারণে ৪৩ জন আবেদন কারী বাদ পরেন। ৫৬ জনের মধ্যে
উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্বাচিত হয়
মোট ২৫ জন।খাদ্যবান্ধব নীতিমালা ২০২৪
উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্বাচনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্বাচিনে এসময় আরো উপস্থিত ছিলেন
উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস,
উপজেলা খাদ্য কর্মকর্তা আনোয়ার হোসেন।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,
বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি কেরামত আলী তালুকদার।
বেলকুচি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম।বেলকুচি পৌর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আলী ভুঁইয়া। বেলকুচি উপজেলা
এন,সি,পির প্রতিনিধি মুছা হাসেমি প্রমুখ।
মোট ৯৯জন প্রার্থী লটারিতে অংশগ্রহণ করেন। উন্মুক্ত লটারির মাধ্যমে ৬ টি ইউনিয়নে মোট ২৫ জন ডিলার নির্বাচিত হন। খাদ্যবান্ধব কর্মসূচির সকল সদস্যবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এদিকে জনসাধারণের সরব উপস্থিতিতে
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান এ-র নেতৃত্বে স্বচ্ছতার সঙ্গে লটারি পরিচালিত হওয়ায় ব্যাপক প্রশংসা লাভ করেছে।