এইচ. এম. নূরুন্নবী হুসাইন, স্টাফ রিপোর্টার: ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):
রবিবার (২০ জুলাই) বিকেলে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র-এর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.এস. খোকন, সহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
সভায় ইউএনও দীপ জন মিত্র বলেন,
“ভূরুঙ্গামারীর সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সাংবাদিকতা প্রশাসনের কার্যক্রমকে গতিশীল করে তোলে। সাংবাদিকদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। আমি আপনাদের পাশে থেকেই জনগণের জন্য কাজ করতে চাই।”
তিনি আরও বলেন,
“যেকোনো অনিয়ম, দুর্নীতি বা সমস্যা চোখে পড়লে দ্রুত জানাবেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সুশাসন প্রতিষ্ঠায় আপনাদের অংশগ্রহণ অত্যন্ত মূল্যবান।”
সভায় স্থানীয় সাংবাদিকরা নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে উপজেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন।