
module: j; hw-remosaic: 0; touch: (0.3770833, 0.3770833); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 359.70474; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

ফাতেমা আক্তার লিজা
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম), শুক্রবার, ২৫ জুলাই:
আজ শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ভূরুঙ্গামারী উপজেলা হলরুমে অনুষ্ঠিত হলো “Movement for Punctuality” আয়োজিত “এসএসসি ২০২৫ কৃতি শিক্ষার্থী সেমিনার ও সংবর্ধনা”। এসএসসি পরীক্ষার্থীদের সময়নিষ্ঠ জীবনযাপন, ভবিষ্যৎ পরিকল্পনা ও ক্যারিয়ার বিষয়ে সচেতন করে তোলার উদ্দেশ্যে এই ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের কো-অর্ডিনেটর মতিয়ার রহমান মুরাদ।
শুভেচ্ছা বক্তব্য দেন নাহিদ হাসান প্রিন্স, কো-অর্ডিনেটর, Movement for Punctuality। তিনি বলেন, সময়ের সঠিক ব্যবহার মানুষকে সাফল্যের পথে এগিয়ে নেয়।
সময়নিষ্ঠতা ও তরুণদের দায়িত্ববোধ নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক মোঃ খোরশেদ আলম লিমন।
এসএসসি পরবর্তী প্রস্তুতি ও ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন মিমতাউল ইসলাম মাহিন।
অনুষ্ঠানে “Turning Point of Education” শীর্ষক মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন মোজাহার উল আলম, ব্যক্তিগত কর্মকর্তা, সড়ক পরিবহন মন্ত্রণালয়।
তিনি বলেন, শিক্ষা জীবনের এই পর্যায় থেকেই ভবিষ্যৎ গঠনের ভিত্তি রচিত হয়।
সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রধান সমন্বয়ক প্রফেসর ডাঃ মিফতাউল ইসলাম মিলন, রোটা. অধ্যাপক, টিএমএসএস মেডিকেল কলেজ, বগুড়া।
তিনি বলেন, “সময়নিষ্ঠ তরুণরাই আগামী দিনের সুস্থ সমাজ নির্মাণে নেতৃত্ব দেবে।”
অভিভাবকদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন মইদাম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম মন্ডল এবং শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন।
শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ করেন সাদমান হাবিব (উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ) ও আয়শা সিদ্দিকা (থানাঘাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়)।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন কাজী গোলাম মোস্তফা (সাবেক সহকারী অধ্যাপক), লিয়াকত আলী (সভাপতি, কাডা), বাবুল আক্তার (অধ্যক্ষ, সোনাহাট মহাবিদ্যালয়), আজিজুর রহমান স্বপন (সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ) এবং জহুরুল ইসলাম প্রামানিক (উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, দিনাজপুর শিক্ষা বোর্ড)।
সমাপনী বক্তব্য প্রদান করেন ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সভাপতি ফখরুজ্জামান জেট।
তিনি বলেন, “এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, বরং তরুণদের জীবনের বাস্তব দিক নির্দেশনার এক নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম।”
দিনব্যাপী এ আয়োজনে ছিলো কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্মারক প্রদান, সময় ব্যবস্থাপনা ও ক্যারিয়ার বিষয়ক সেশন, অনুপ্রেরণামূলক আলোচনা, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন এবং অভিভাবক-শিক্ষার্থীদের অভিমত বিনিময়।
অনুষ্ঠানটি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সময়নিষ্ঠতা ও দায়িত্বশীল মনোভাব গড়ে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।