

মোঃ মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই ২০২৫) এই সভায় আগামী ৯ আগস্ট অনুষ্ঠেয় ত্রি-বার্ষিক নির্বাচন স্থগিত প্রসঙ্গে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জানা যায়, শ্রমিক ইউনিয়নের তিন সদস্য নির্বাচন বাতিলের দাবিতে দিনাজপুর সিনিয়র সহকারী জজ আদালতে একটি আবেদন করেন। আদালতের নির্দেশনার ভিত্তিতে নির্বাচন স্থগিত করা হয় এবং বিষয়টির পরবর্তী করণীয় নির্ধারণে এই জরুরি সভার আয়োজন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আদালতে দায়ের করা মামলা আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোকাবিলা করা হবে। পাশাপাশি মামলাকারী তিন সদস্যকে মামলা প্রত্যাহারের জন্য অনুরোধ জানানো হবে। তারা মামলা প্রত্যাহারে সম্মত না হলে ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও সভায় সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আব্দুল কাইয়ুম। উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সৈয়দ শওকত আলী তোতা, সদ্য বিদায়ী সভাপতি মোঃ আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বি এবং ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আদালতের নির্দেশনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন এবং আহ্বায়ক কমিটির আলোচনার ভিত্তিতে শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়।