

মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা তাদের ১০ দফা দাবি বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) সকাল সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে কর্মচারী নেতৃবৃন্দ এই স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে কর্মচারীরা বলেন, দীর্ঘদিন ধরে তারা যুগোপযোগী নীতিমালার অভাবে পদোন্নতি, পর্যায়োন্নয়ন ও উচ্চতর স্কেলসহ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন।
তারা জানান, দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ন্যায় হাবিপ্রবিতেও ব্লকপদ উন্মুক্ত, নতুন পদ সৃষ্টি, স্কেল প্রাপ্তি, বৈষম্য নিরসন, প্রশিক্ষণের ব্যবস্থা এবং উচ্চতর ডিগ্রিধারীদের জন্য অতিরিক্ত ইনক্রিমেন্টসহ নানা দাবিকে সামনে রেখে এ স্মারকলিপি প্রদান করা হয়েছে।
তাদের ১০টি দাবি হলো —
ব্লকপদসমূহ উন্মুক্তকরণ, অর্গানোগ্রামে নতুন পদ সৃষ্টি ও নীতিমালায় সংযোজন, প্রাপ্যতার তারিখ থেকে পদোন্নতি ও স্কেল কার্যকরকরণ, উচ্চতর গ্রেড সংক্রান্ত বৈষম্য দূরীকরণ, কর্মচারীদের প্রতিনিধিত্বসহ কমিটিতে অন্তর্ভুক্তি, যথাসময়ে লিভারিজ প্রদান, বছরে অন্তত ২টি প্রশিক্ষণের ব্যবস্থা,পূর্বে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়ন,
মৃত্যুর পর দাফন/সৎকার ব্যয়ের দায়িত্ব নেওয়া ও উচ্চতর ডিগ্রিপ্রাপ্তদের জন্য অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রদান।
কর্মচারীরা জানান, এই দাবিগুলো বাস্তবায়ন হলে বিশ্ববিদ্যালয়ের কর্মপরিবেশ আরও সহানুভূতিশীল ও গতিশীল হবে এবং কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত হবে।
স্মারকলিপিতে আগামী ১০ কর্মদিবসের মধ্যে এসব দাবির বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।