ডেস্ক রিপোর্ট
মঙ্গলবারের নির্ধারিত এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার গভীর রাতে, রাত ২টা ৪০ মিনিটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ তথ্য নিশ্চিত করেন।
ফেসবুক স্ট্যাটাসে জানানো হয়, শিক্ষা উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পোস্টে বলা হয়,
“শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলমের সাক্ষাৎ হয়েছে। আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা।”
পরীক্ষা স্থগিতের কারণ বা পরবর্তী পরীক্ষার তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। শিক্ষার্থীদের পরীক্ষাসংক্রান্ত যেকোনো সিদ্ধান্তের জন্য শিক্ষা বোর্ডের নির্দেশনার অপেক্ষায় থাকতে বলা হয়েছে।