

ফাতেমা আক্তার লিজা
স্টাফ রিপোর্টার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক কর্মসূচিকে তৃণমূলে আরও গতিশীল ও সংগঠিত করার লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ২৮ সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
গত ২১ জুলাই এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। পরদিন মঙ্গলবার (২২ জুলাই) রাতে এনসিপি’র সদস্য (দপ্তর) মোহাম্মদ উসামা সংগঠনের ভেরিফাইড ফেসবুক পেজে অনুমোদিত পত্রটি প্রকাশ করেন।
উল্লেখ করা হয়েছে, এ সমন্বয় কমিটি আগামী তিন মাস বা উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
নবগঠিত কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে মনোনীত হয়েছেন মাহফুজুল ইসলাম (কিরন)। যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন মোর্শেদুর রহমান আনিস, আবু শামীম, রোমিও জাহান কেয়া ও মোস্তাফিজুর রহমান মজনু।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
মোহাম্মদ রোকনুজ্জামান মিলু, মাহমুদ হাসান, মমিনুল হক, শরিফুল ইসলাম, জহুরুল ইসলাম, তাশমিনা পারভীন, নাজমা বেগম, আবুল কালাম আজাদ, আব্দুল্লাহ আল মামুন, জাকির হোসেন, সেলিম রানা, শুক্কুর আলী, মাহবুব হোসেন সরকার, এমদাদুল হক, নাহিদ হাসান প্রিন্স, সোহেল রানা, শহিদুল ইসলাম, শফিউল ইসলাম শানু, মান্তাকা নুর উতস, রোকনুজ্জামান নিপু, আব্দুল মান্নান, আবু সাঈদ ও আশরাফুল ইসলাম।
প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম (কিরন) বলেন,
> “ভূরুঙ্গামারীর গৌরবময় ইতিহাস আমাদের অনুপ্রেরণা। জুলাই বিপ্লবের আদর্শে আমরা নতুন পরিকল্পনা ও অঙ্গীকার নিয়ে এগিয়ে যাব। সংবাদ সম্মেলনের মাধ্যমে অচিরেই আমাদের দফাওয়ারী পরিকল্পনা ও উন্নয়ন রূপরেখা তুলে ধরা হবে। ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক নতুন কমিটিও দ্রুত গঠন করা হবে।”
তিনি আরও বলেন,
> “আমাদের লক্ষ্য—ন্যায়, সমতা, অসাম্প্রদায়িকতা ও কল্যাণময় সমাজ। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কাম্য।”
যুগ্ম সমন্বয়কারী মোর্শেদুর রহমান আনিস বলেন,
> “জাতীয় নাগরিক পার্টি একটি নবীন রাজনৈতিক শক্তি হিসেবে দেশের সকল বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভূরুঙ্গামারীতেও সেই একই লক্ষ্য সামনে রেখে আমরা কাজ করব।”