

ফাতেমা আক্তার লিজা
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী ময়দান ক্যাম্প পাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে মোতালেব হোসেন (৫০)-কে বুকে ছুরি মেরে পালিয়েছে ঘাতক রুবেল মিয়া (২৫)।
শনিবার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর আহত মোতালেব হোসেনকে এলাকাবাসী উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোতালেব হোসেনকে মাথা, বুক, পিঠ ও পায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে রুবেল পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল মিয়া একই এলাকার জামাল উদ্দিনের ছেলে। এলাকাবাসীর বরাতে মিন্টু মিয়া জানান, রুবেল মাদকাসক্ত এবং দীর্ঘদিন ধরে এলাকার মেয়েদের উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে সম্প্রতি একটি সালিশি বৈঠক হয়, যেখানে রুবেলের পিতা নিজেই আহত মোতালেব হোসেনসহ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে বিষয়টি সমাধানের দায়িত্ব দেন। সেই বৈঠকে রুবেলকে শাসন করা হয়।
ধারণা করা হচ্ছে, এই অপমানের প্রতিশোধ নিতেই রুবেল পরিকল্পিতভাবে মোতালেব হোসেনের ওপর হামলা চালায়। ঘটনার দিন একা পেয়ে তার ওপর বর্বরোচিত হামলা চালিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ঘাতক রুবেলের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে অপরাধীকে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করা হবে।”