

আব্দুল মতিন মুন্সী
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বয়ড়া বামনগাতী এলাকায় ফসলি জমিতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি ড্রেজার মেশিন জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন। সোমবার (২১ জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়।
সরেজমিনে ও আদালত সূত্রে জানা যায়, বিএনপি নেতা ও শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রইসুল ইসলাম পলাশ মিয়া তার নিজস্ব জমিতে ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করছিলেন। বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিনের মালিক শেখর গ্রামের মো. তিলাপ শেখ ও জামাল শেখ। তারা একত্র হয়ে মেশিন ভাড়া করে এই কার্যক্রম পরিচালনা করছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, শেখর এলাকার একটি মাঠে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন চলছে। অভিযান চালিয়ে দুটি মেশিন জব্দ করা হয়। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ড্রেজার মালিক ও শ্রমিক পালিয়ে যায়।”
অপরদিকে একই দিনে রুপাপাত ইউনিয়নের কুমরাইল এলাকা থেকেও বালু উত্তোলনের দায়ে জুনায়েদ মিনা নামের এক ব্যক্তির পাইপ ভেঙে ফেলা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন ও পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এসিল্যান্ড।
এদিকে স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অনেকেই অবৈধভাবে বালু উত্তোলন করে ফসলি জমির ব্যাপক ক্ষতি করছে। এতে করে জমির উর্বরতা কমে যাচ্ছে এবং পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ছে।